ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যসেবা ও রেলে নতুন সচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
স্বাস্থ্যসেবা ও রেলে নতুন সচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব ওএসডি

ঢাকা: রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।  

আর পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকীকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়।  

অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে।  

প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়মিত সচিব পদায়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়:২৩০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।