ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ডিসির মোড়ে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন- সুজনের জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ।  

অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, আনোয়ারুল আলম প্রধান, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, সৈয়দপুর প্রতিনিধি এমআর আলম ঝন্টু, চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ কাজল, কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, বাংলানিউজের জেলা প্রতিনিধি আমিরুজ্জামান, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রশিদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আল-হাসান রাফিন, ডেইলি সানের প্রতিনিধি এমআর রাজু প্রমুখ।

বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার নিন্দা ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।