ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সভা

নোয়াখালী: রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কালের কণ্ঠ, নিউজ২৪, বাংলানিউজসহ সাতটি গণমাধ্যমে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় বক্তব্য দেন- নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান সুজন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সামছুল হাসান মীরন, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান, সাংবাদিক গাজী রুবেল, ইকবাল হোসেন মজনু, মুজাহিদুল ইসলাম সোহেল, শাহজাহান কচি, রোমানা ইসলাম, সানজিদা অনু, মাহবুবুর রহমান, সালাউদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন গণমাধ্যমের অফিস, গাড়ি ভাঙচুরের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

পরে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ বিএনপি নেতারা এ হামলার প্রতিবাদ ও শাস্তি দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।