ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আহত ছাত্রদের জরুরি চিকিৎসায় সিএমএইচে যোগাযোগের পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
আহত ছাত্রদের জরুরি চিকিৎসায় সিএমএইচে যোগাযোগের পরামর্শ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আগ্রহী শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নেওয়ার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা নিতে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের ঢাকার সিএমএইচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।

সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবায় সর্বোচ্চ সহযোগিতা দিতে সদা তৎপর।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এমইউএম/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।