ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
ঢাকার মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ

ঢাকা: ঢাকার মার্কিন দূতাবাসের বর্তমানে রুটিন কনস্যুলার পরিসেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমান নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি কারো আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কনস্যুলার সেকশনে নিয়মিত পরিষেবা ফের চালুর জন্য অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।