ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে জেলা আ.লীগ কার্যালয়ে আগুন, সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
কিশোরগঞ্জে জেলা আ.লীগ কার্যালয়ে আগুন, সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ছাত্র-জনতা আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।  

রোববার (৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষ  হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগিয়ে দেন। এছাড়াও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংঘর্ষে একজন নিহত ও দুজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শহরের খরমপট্টি এলাকায় বাসার গেটে হামলা ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসার গেটের সামনে টায়ারে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। কিন্তু টায়ারের এই আগুন এক পর্যায়ে টিটুর বাসা লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হন অঞ্জনা (৩৫), তার স্বামী আলম ও তাদের দুই বছরের মেয়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অঞ্জনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  অগ্নিদগ্ধে হতাহতরা টিটুর বাসার গৃহকর্মী।  

এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন জুলকার নায়িন (৩৫) নামে আরও একজন। তিনি যশোদল বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

অন্যদিকে সংঘর্ষে মবিন (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষোভকারীরা।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।