ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৯ দফা দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
৯ দফা দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর: নয় দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলা শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয়।

এসময় পুলিশ সদস্যরা কিছুটা দূরত্বে অবস্থান নিতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল শুক্রবার দুপুরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হন।

তারা আরও জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা করেছে তাদের বিচারের দাবি করছে আন্দোলনকারীরা। এছাড়া ঢাকাসহ সারাদেশে ছাত্র ও নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন তারা।

এছাড়া নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।