ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ী থেকে স্বল্প দূরত্বে চলছে ৩টি ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
রাজবাড়ী থেকে স্বল্প দূরত্বে চলছে ৩টি ট্রেন

রাজবাড়ী: প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজবাড়ী থেকে সীমিত পরিসরে ও স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে তিনটি ট্রেন।  

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী স্টেশন থেকে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস চলাচলের মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল।

 

সেই সঙ্গে সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে যায় শাটল ট্রেন। পরে ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে যায় পোড়াদহের উদ্দেশে।

এছাড়া সকাল সাড়ে ১০টায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে যায় ভাটিয়াপাড়ার উদ্দেশে। তবে প্রতিটি ট্রেনেই যাত্রী তুলনামূলক কম ছিল।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ী থেকে তিনটি ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে রাজবাড়ী এক্সপ্রেস ভাঙ্গায় এবং শাটল গোয়ালন্দ ঘাট হয়ে পোড়াদহের উদ্দেশে ছেড়ে গেছে। সাড়ে ১০টার দিকে ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায় ভাটিয়াভাড়া এক্সপ্রেস ট্রেনটি। সব ট্রেনেই যাত্রী তুলনামূলক কম। তবে আশা করা হচ্ছে, যাত্রীর সংখ্যা দ্রুতই বাড়বে।

 নিরাপত্তার জন্য প্রতিটি ট্রেনে ঢাকার রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।