ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে শটগানের গুলিতে আহত যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
যাত্রাবাড়ীতে শটগানের গুলিতে আহত যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সংঘর্ষে শটগানের গুলিতে আহত ইমরান (২৪) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৬টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমরান কুমিল্লার দেবিদ্বার উপজেলার মৃত আলম বাবুর্চির ছেলে। তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পেট্রল পাম্প সড়কে সংঘর্ষে চলাকালে গুলিতে আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ইমরান ভগ্নিপতি শাহাদাৎ হোসেন জানান, ইমরান বাবুর্চির হিসেবে কাজ করতেন। তিনি পড়ালেখাও করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ বাচ্চু মিয়া বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।