ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধীকে পেটানোর ঘটনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
সিলেটে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধীকে পেটানোর ঘটনায় মামলা

সিলেট: জেলার গোলাপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে গণধোলাইয়ের ঘটনায় আদালতে মামলা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ আমলি আদালতে শারীরিক নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী আবদুল মজিদের মা চানতেরা বিবি মামলাটি করেন।

মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

নির্যাতিত যুবক আবদুল মজিদ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বিপক গ্রামের ইউছুফ আলীর ছেলে।

গত ৮ জুলাই গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ এলাকায় ছেলেধরা সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুল মজিদকে গণধোলাই দেওয়া হয়। গণধোলাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ হেফাজতে নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

বাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান জানান, আলোচিত এই মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।