ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ইডেন কলেজে মারধরের শিকার ৪ শিক্ষার্থী ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
ইডেন কলেজে মারধরের শিকার ৪ শিক্ষার্থী ঢামেকে ভর্তি

ঢাকা: কোটা আন্দোলনের জেরে ইডেন কলেজের ভেতর ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে শিক্ষার্থীরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন শিক্ষার্থী এমন অভিযোগ করেন।

মারধরে আহত অন্তত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন, মার্কেটিংয়ের মাস্টার্সের ছাত্রী ও সমাজতান্ত্রীক ছাত্রফন্টের ইডেন কলেজ শাখা সভাপতি শাহিনুর সুমি (২৮), ম্যানেজমেন্টের সায়মা (২৫), রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের তামান্না (২২) ও ২য় বর্ষের সানজিদা (২১)।

আহতরা ও তাদের সহপাঠীরা অভিযোগ করেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে তারা অংশ নিয়ে আসছিলেন। আজ যখন তারা টিএসসিতে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাবেন, সে সময় ইডেনের ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের ভিতর তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদেরকে মারধর করে। মোবাইল ফোন দিয়ে সুমির মাথায় আঘাত করে।

সহপাঠীরা প্রথমে তাদেরকে উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।  
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চারজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তবে কারো আঘাতই গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৫,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।