ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী বাসের পেছনে দুটি বস্তায় ছিল ৩০৩ বোতল ফেনসিডিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
যাত্রীবাহী বাসের পেছনে দুটি বস্তায় ছিল ৩০৩ বোতল ফেনসিডিল

ঢাকা: একটি যাত্রাবাহী বাস থেকে ৩০৩ বোতল ফেনসিডিল জব্দ করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আশরাফুল আলম (২৭)।

বাসটিও জব্দ করা হয়েছে। র‍্যাব বলছে, আশরাফুল মাদক কারবারি। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার জয়মনিরহাটের ছোট খাটামারী গ্রামের মো. ইউসুব আলীর ছেলে।

সোমবার (৮ জুলাই) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে আশরাফুলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।  

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের চালান নিয়ে একটি যাত্রীবাহী বাসে করে রাজধানী ঢাকায় আসছেন কয়েকজন- খবর পেয়ে র‌্যাব-১০ এর আভিযানিক দল প্রস্তুতি নেয়। রোববার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় মাদক বহনকারী বাসটি থামানোর জন্য দলটি সিগন্যাল দেয়।

বাসটি থামার সঙ্গে সঙ্গে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব একজনকে আটক করে। আরেকজন কৌশলে পালিয়ে যান। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দেখিয়ে দেন, বাসের পেছনে দুটি প্লাস্টিকের বস্তায় ফেনসিডিল রয়েছে। পরে র‍্যাবের দলটি আনুমানিক ৯ লাখ ৯ হাজার টাকা মূল্যমানের ৩০৩ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ র‍্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আশরাফুল একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।  

আশরাফুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।