ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক গোলযোগে ৩৭ মিনিট বন্ধ মেট্রোরেল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
বৈদ্যুতিক গোলযোগে ৩৭ মিনিট বন্ধ মেট্রোরেল 

ঢাকা: মেট্রোরেলের পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে বিদ্যুৎ সরবরাহ করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড  (ডিপিডিসি)। কিন্তু বিদ্যুৎ সংযোগে সমস্যা হওয়ায় দুপুর ২ টা ২৭ মিনিট থেকে ৩টা ৪ মিনিট পর্যন্ত মোট ৩৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল।

 

রোববার (৭ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশনে যাচ্ছিলেন খালেদ নোমান৷ তিনি বলেন, মেট্রোর পেইড জোনে অপেক্ষা করছিলাম৷ ভাবছিলাম, বিদ্যুৎ কিছু সময়ের মধ্যে চলে আসবে৷ কিন্তু আধা ঘণ্টারও বেশি সময় পেইড জোনে অপেক্ষা করতে হলো৷ 

ঈশিতা নামে এক যাত্রী জানান, তিনি তার বৃদ্ধ মাকে নিয়ে বেশ কিছু সময় অপেক্ষার পরে স্টেশন থেকে বের হয়ে আসেন৷ 

ইফতেখার উদ্দিন বাংলানিউজকে বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ ডিপিডিসি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকে, সেখান থেকে পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছিল। এখন আবার চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।