ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
মিরপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর মিরপুর শাহ আলী জুবায়ের (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (০৬ জুলাই) রাতে ডিএমপির মিরপুর বিভাগের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জুবায়ের মিরপুর কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

ওসি তারিকুজ্জামান জানান, সন্ধ্যার দিকে মিরপুর কমার্স কলেজের পেছনে লাল ভবনের তৃতীয় তলায় তার সহপাঠীর বাসায় এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনাস্থলে এখন সিআইডি ক্রাইম সিন কাজ করছে। বিস্তারিত জানার জন্য থানা পুলিশ সেখানে অবস্থান করছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।