ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
জয়পুরহাটে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র

জয়পুরহাট: বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সাকিব ইসলাম (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।  

শুক্রবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

সাকিব ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দিন ১২টার দিকে উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীর বেইলি ব্রিজের নিচে তিন বন্ধু মিলে গোসল করতে নামেন। গোসল শেষে দুই বন্ধু ওপরে উঠে এলেও সাকিবুল উঠে পারেনি। ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের পানিতে ডুবে গেছেন। এসময় স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। ইতোমধ্যেই রাজশাহী ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা এসে উদ্ধার অভিযানে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।