ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১০ লাখ টাকার রড লুট

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
ধামরাইয়ে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১০ লাখ টাকার রড লুট

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে দোকানের তালা ভেঙে ১০ টন রড লুট করেছে একদল ডাকাত। এ সময় সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন ডাকাতরা।

বুধবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢিলিভিটা এলাকার রায়হান এন্টারপ্রাইজ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক আরফান আলী বলেন, মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার দিকে ৮-১০ সদস্যদের একদল ডাকাত আমার রডের দোকানের সামনে যায়। প্রথমে তারা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে দোকানের চারটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় পাশের মেহেদী কারখানার নিরাপত্তাকর্মী আলমগীর এগিয়ে এলে ডাকাতরা তাকে বেঁধে রেখে ১০ টন রড একটি কাভার্ডভ্যানে করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় আমার দোকানের নিরাপত্তাকর্মী সোহেল ওই দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন। ১০ টন রডের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ব্যাপারে নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন বলেন, ৮-১০ জন লোক দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। আমি এগিয়ে গেলে অস্ত্রের মুখে আমাকে তারা বেঁধে ফেলে। পরে তারা দোকানের রড একটি কাভার্ডভ্যানে তুলে নিয়ে চলে যায়।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।