ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈদযাত্রায় ১২ দিনে সড়কে নিহত ২১৫: বিআরটিএ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
ঈদযাত্রায় ১২ দিনে সড়কে নিহত ২১৫: বিআরটিএ

ঢাকা: ঈদুল আজহায় সড়ক যাত্রায় গত ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত ১২ দিনে ২১৬টি দুর্ঘটনায় ২১৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ২৭৮ জন আহত হয়েছেন।

এ হিসাবে গড়ে প্রতিদিন ১৮টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিআরটির রোড সেফটি শাখার পরিচালক মাহবুব-ই রব্বানী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল আজহার আগে ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ছয় দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৯ জনের। প্রতিদিন গড়ে ১৮ জন নিহত হয়েছেন। ঈদের পরে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সাত দিনে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১২৩ জন নিহত হয়েছেন। ঈদের দিন ২০টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

বিআরটির পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬০টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে সাতটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।
এ পরিসংখ্যান আরও বলছে, ঈদযাত্রায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল যাত্রায়। মোটরসাইকেল যাত্রায় ৫০ জনের প্রাণ গেছে, শতকরা হিসেবে ৩৪ দশমিক ৭২ শতাংশ। বাস, মিনিবাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন; শতকরা হিসেবে ৬ দশমিক ২৫ শতাংশ। অটোরিকশা দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন, শতকরা হিসেবে ১৩ দশমিক ৮৯ শতাংশ।

ঈদযাত্রাকে কেন্দ্র করে গত ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬৪ জেলার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সারা দেশে মোট ৩ হাজার ৩৩৯টি মামলায় ৮৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে ৫৭টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এনবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।