ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
উল্লাপাড়ায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ১ প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (২৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালকের নিহত হয়েছেন।  এ ঘটনায় ইজিবাইকের এক যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৩ জুন) দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসান একই উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাগলা উত্তরপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইক চালক হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।