ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চিকিৎসকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ২২, ২০২৪
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চিকিৎসকের  প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চন্দ্র পাল (৫০) নামে এক পল্লী চিকিৎসকের।

শনিবার (২২ জুন) দুপুরে খবরটি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।

মৃত জীবন চন্দ্র বগুড়া আদমদিঘী উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামের গোপেন্দ্রনাথ পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন) রাত ১১টার দিকে নিজ বাড়িতে টেলিভিশনে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে জীবন চন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ সুরতহাল করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ২২, ২০২৪
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।