ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে পানিতে ডুবে আয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে ইউনিয়নটির যাদৈয়া গ্রামের ওসমান হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আয়ান ওই বাড়ির খোরশেদ আলমের তৃতীয় ছেলে। তার মৃত্যুতে ঈদের আনন্দের বদলে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আয়ানের আত্মীয় শারমিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়ানের মা পানি আনতে পাশের একটি পুকুরে যান। এ সময় ঘরের মধ্যে শিশুটিকে রেখে যান তিনি। ঘরে ফিরে শিশুটিকে না পেয়ে ঘরের পাশে থাকা ডোবায় তাকে খুঁজতে নামেন। সেখানে ডুবন্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।