ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নেছারাবাদে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ৯, ২০২৪
নেছারাবাদে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত   সংগৃহীত ছবি

পিরোজপুর: জেলার নেছারাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সাকিল হোসেন (২৬), মো. সাইফুল (৩৭) নামের দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০৯ জুন) নেছারাবাদ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।

নিহত সাকিল হোসেন উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং মো. সাইফুল ইসলাম একই গ্রামের ফজলুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ৯টার মোটরসাইকেল নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন সাকিল ও সাইফুল। এ সময় তারা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে সামনে থেকে শুভেচ্ছা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাদের স্বজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে পুলিশ।

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার  জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুন ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।