ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৫০ দিনেও সন্ধান মেলেনি ডিম কিনতে গিয়ে ‘নিখোঁজ’ হাফেজ তাজিনের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ৭, ২০২৪
৫০ দিনেও সন্ধান মেলেনি ডিম কিনতে গিয়ে ‘নিখোঁজ’ হাফেজ তাজিনের  নিখোঁজ হাফেজ তাজিন মোহাম্মদ মুস্তাকিম

বরিশাল: বরিশাল নগর থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ৫০ দিন পরেও হাফেজ তাজিন মোহাম্মদ মুস্তাকিমের সন্ধান মেলেনি। ছেলের সন্ধান না পেয়ে তার মা এখন পাগলপ্রায়।

শিশু হাফেজকে অপহরণ করা হয়েছে নাকি পাচারকারীচক্রের সদস্যরা তুলে নিয়েছে - এমনই শঙ্কা বিরাজ করছে নিখোঁজ তাজিনের মা সাহিদা আরবির কাছে।

ছেলের সন্ধান পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তাজিনের মা।

শুক্রবার (৭ জুন) সকালে নিখোঁজ তাজিনের মা বলেন, গত ২০ এপ্রিল সকাল ৯টার দিকে নগরের কাজিপাড়ার বাসা থেকে পার্শ্ববর্তী দোকানে ডিম কিনতে বের হয়ে নিখোঁজ হয় হাফেজ তাজিন মোহাম্মদ মুস্তাকিম। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাজিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ২৪ মে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (যার নম্বর ১৪৬৫) করা হয়েছে।

মুস্তাকিমের মা সাহিদা আরবি জানান, নিখোঁজের পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও পাননি। যদি কোনো ব্যক্তি মুস্তাকিমের সন্ধান পেয়ে থাকেন। তাহলে তার মা সাহিদা আরবির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।