ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শফি আহমেদের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ৪, ২০২৪
শফি আহমেদের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম।

মঙ্গলবার (০৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

পরিকল্পনামন্ত্রী এক শোকবার্তায় বলেন, শফি আহমেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। দেশ ও জনগণের সেবায় তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এসএমএকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।