ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ২৪, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিউলি আক্তার (৪৫) নামের এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৪ মে) বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

শিউলি আক্তার উপজেলা সদরের পশ্চিমপাড়ার দুবাই প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী।  

পরিবারের স্বজনরা জানান, স্বামী প্রবাসে থাকায় মেয়েকে নিয়ে ঘরে একাই বসবাস করতেন শিউলি। বৃহস্পতিবার তার মেয়ে চাঁদনী উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে মামার বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি ঘরে এক ছিলেন। সকালে শিউলির ভাবি রুবিনা ঘরের একটি দরজা খুলা দেখে তাকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখেন শিউলির মরদেহ মেঝেতে পড়ে রয়েছে। তার নাক ও মুখে রক্তের দাগ ছিল। বিষয়টি হত্যা না অন্যকিছু সেই রহস্য উদঘাটনের দাবি জানান তারা।  

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, শিউলি আক্তারের মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ২৪, ২০২৪

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।