ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লামায় ট্রাক উল্টে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মে ২২, ২০২৪
লামায় ট্রাক উল্টে শ্রমিক নিহত

বান্দরবান: বান্দরবানের লামায় ট্রাক উল্টে মো. জাহাঙ্গীর (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।

 

বুধবার (২২ মে) সকাল সোয়া ৭টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বদরটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মফিজ উদ্দিন।

তিনি জানান, সকালে হারবাং এলাকা থেকে ছাদ ঢালাইয়ের কাজে ১৫-২০ জন শ্রমিক নিয়ে ট্রাকটি গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায় যাচ্ছিল। পথে ফাইতং ইউনিয়নের শেষ সীমানায় বদরটিলা নামক জায়গায় পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক মো. জাহাঙ্গীর নিহত হন। এসময় আহত হন আরও সাতজন। আহতদের চট্টগ্রামের চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।