ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে ভোট দিতে এসে ভোটারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ২১, ২০২৪
বালিয়াকান্দিতে ভোট দিতে এসে ভোটারের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলের নবাবপুরে বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে ইউসুফ মণ্ডল (৬২) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ইউসুফ মণ্ডল নবাবপুরের চরদক্ষিণবাড়ীর সরকারি কৃষি বিপণন কেন্দ্রে কর্মরত ছিলেন।

ভোটকেন্দ্রের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইউসুফ মণ্ডল। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় আজিমউদ্দিন খান জানান, ইউসুফ মণ্ডল ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ভোট দিতে এসে অসুস্থ হয়ে মারা যান।

জানা গেছে, এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। বালিয়াকান্দিতে ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।