ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, মে ১৮, ২০২৪
বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় তোতা মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার নাংলু দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোকামতলা বাজারের সোনাতলা রাস্তা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পার হচ্ছিলেন তোতা মিয়া। এসময় রংপুরগামী একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তোতা মিয়া।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। ঘটনার পর মাইক্রোবাস ঘটনাস্থল ত্যাগ করায় চালককে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ১৮, ২০২৪
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।