ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে বিলে মিলল মানব কঙ্কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ৫, ২০২৪
মির্জাপুরে বিলে মিলল মানব কঙ্কাল

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে একটি বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার টাকিয়া কদমা গ্রামের তেতিলা বিল থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।

গত আট মাস আগে টাকিয়া কদমা গ্রামের স্বপ্না বেগম নামে এক নারী নিখোঁজ হন। এই কঙ্কাল ওই নারীর বলে ধারণা করা হচ্ছে। নিশ্চিত হতে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক যুগ আগে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মালেক সিকদারের মেয়ে স্বপ্না বেগমের সঙ্গে পার্শ্ববর্তী টাকিয়া কদমা গ্রামের সালাম মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। গত আট মাস আগে স্বপ্না বেগম নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়। কিন্তু তার কোনো খোঁজ মিলেনি।  

রোববার (৫ মে) বিকেলে টাকিয়া কদমা গ্রামে দুলাল মিয়ার বাড়ির সংলগ্ন তেতিলা বিলে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কঙ্কাল দেখতে পান এলাকাবাসী। কেউ তাকে হত্যার পর ওই বিলের পানির নিচে খুঁটিতে বস্তাবন্দি করে রাখে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবীর জানান, কঙ্কালটি নিখোঁজ নারীর বলে তারা ধারণা করা হচ্ছে। তবে ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।