ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুরগি রান্না নিয়ে ঝগড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ৪, ২০২৪
মুরগি রান্না নিয়ে ঝগড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা  প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে মুরগি রান্না নিয়ে ঝগড়ায় প্রাণ গেল গোলনাহার (২৫) নামে এক গৃহবধূর।  

তাকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

শুক্রবার (৩ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে ব্রিজ সংলগ্ন বাড়িতে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো হয় গোলনাহারকে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।  

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে মো. রিপনের বাড়িতে মুরগি রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপনের সঙ্গে ঝগড়া হয় গোলনাহারের। একপর্যায়ে চুলের মুঠি ধরে মারপিট করলে গোলনাহার গুরুতর আহত হন। এসময় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ ২ সন্তানের জননী।

নিহতের ভাই আব্দুল হক জানান, ৭/৮ বছর আগে তার বোন গোলনাহারের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করতো রিপন।  যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে আমার বোনকে। আমি এর বিচার চাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান,  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ৪, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।