ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজৈরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ৪, ২০২৪
রাজৈরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা, নিহত ২

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরও তিনজন।  

শনিবার (০৪ মে) সকালে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)।  

জানা গেছে, নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিলেন। পথে মধ্যে বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সি ও ধলু হাওলাদার মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে আছে। নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ