ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি-চট্টগ্রামে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
খাগড়াছড়ি-চট্টগ্রামে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি: চট্টগ্রামে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের কারণে খাগড়াছড়ি থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে কোনো যাত্রীবাহী যান চলাচল করছে না।

এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। যান চলাচল বন্ধের কথা শুনে কাউন্টারগুলো থেকে তারা ফিরে যাচ্ছেন।

খাগড়াছড়ি শান্তি পরিবহনের টিকিট ম্যানেজার রনিক দে জানান, ধর্মঘটের কারণে বাইরে থেকে কোনো গাড়ি চট্টগ্রামে ঢুকতে পারছে না। আমরা সকাল থেকে যান চলাচল বন্ধ রেখেছি। অন্যান্য পরিবহনের সাথে প্রতিদিন শুধু ২৩টি শান্তি পরিবহনের বাস চট্টগ্রামে চলাচল করতো যা এখন বন্ধ রয়েছে।

জানা যায়, গত ২২ এপ্রিল চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে কয়েকটি যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনর প্রতিবাদ, ক্ষতিপূরণ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার সকাল থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করা হয়। ফলে চট্টগ্রামে বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটো-টেম্পু চলাচল বন্ধ রয়েছে। বাইরে থেকে কোনো যানবাহন চট্টগ্রামে প্রবেশ করতে পারছে না।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।