ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু সৈয়দ রাসেল

পিরোজপুর: পিরোজপুরের প্রতিপক্ষের হামলায় সৈয়দ রাসেল (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়।

 

নিহত রাসেল পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।  

এর আগে ওইদিন দুপুরে উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে বসে তার ওপর প্রতিপক্ষ হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

ওই হত্যার বিচারের দাবিতে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তার সহপাঠীরা পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল ইসলামের সঙ্গে মারামারির একটি ঘটনা নিয়ে সৈয়দ রাসেলের বিরোধ চলছিল। ওই রিয়াজুলের ওপর হামলায় রাসেল ও তার বন্ধুরা সম্পৃক্ত ছিল। এনিয়ে বিরোধের জেরে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাসেল কদমতলা থেকে পিরোজপুরে যাওয়ার কালে রিয়াজুল তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে রাসেলের ওপর হামলা করে। এতে রাসেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবি, রাসেল গত ২৩ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম বায়েজিদ হোসেনর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান। সেখানে থেকে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কিছু যুবক তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি খুলনা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কখনও কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না। তাকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।