ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
মাদারীপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

মাদারীপুর: জেলার ডাসারে কৃষি জমিতে কাজ করার সময় হিট স্ট্রোকে আজগর আলী ব্যাপারী (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরের পর ডাসার উপজেলার পশ্চিম বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আজগর আলী উপজেলার গোপালপুরের পশ্চিম বনগ্রাম গ্রামের বরম আলীর ছেলে।

জানা গেছে, কৃষক আজগর আলী ব্যাপারী প্রচণ্ড রোদের মধ্যে তার বাড়ির পাশের একটি জমিতে কাজ করতে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. হালিম জানান, গরমের মধ্যে জমিতে কাজ করতে গিয়ে তিনি হিট স্ট্রোকে এক কৃষক মারা গেছেন বলে শুনেছি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম জানান, বৃদ্ধ বয়সে আজগর আলী জমিতে প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছিলেন। সেখানে তাপমাত্রা সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যায় বলে আমরা খবর পেয়েছি। সম্ভবত হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।