ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুহুরি নদীতে মিলল নিখোঁজ নৌ সৈনিকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
মুহুরি নদীতে মিলল নিখোঁজ নৌ সৈনিকের মরদেহ

ফেনী: ফেনীর মুহুরি নদীতে নিখোঁজ নৌবাহিনীর সেই সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর গভীর থেকে মরদেহ উদ্ধার করেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন আবুল হাসান (২২) নামে ওই নৌ সৈনিক। তিনি ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।