ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে কেএনএফ’র সহযোগী লাল লিয়ান সিয়াম বম গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
বান্দরবানে কেএনএফ’র সহযোগী লাল লিয়ান সিয়াম বম গ্রেপ্তার

বান্দরবান: বান্দরবানে কেএনএফ এর সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে বান্দরবানের রুমার বেথেল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার (১০ এপিল) সকালে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, রুমা ও থানচি ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় এ পর্যন্ত কেএনএফের মোট ৫৫জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।