ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর সাত সদস্যকে ছিনতাই করার সময় গ্রেপ্তার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, হাসিবুল হোসেন, রকি,  ইমন, জুয়েল, তানভীর, হৃদয় ও নাঈম।

অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত চারটি চাকু উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মার্চ) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২৯ মার্চ) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটের বেড়িবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।  গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।