ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাছ উপড়ে রেললাইনে, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ আধা ঘণ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
গাছ উপড়ে রেললাইনে, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ আধা ঘণ্টা

হবিগঞ্জ: হবিগঞ্জে রেললাইনে গাছ পড়ে ঢাকা-সিলেট রেলপথ ৩০ মিনিট সময় ধরে বন্ধ থেকেছে। শনিবার (২৩ মার্চ) রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা বেজে ১০ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে বলে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ বাংলানিউজকে জানান।

 

এর আগে রাত ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মনতলা ও হরষপুর এলাকায় ঝড়ে সাতটি গাছ বিধ্বস্ত হয়ে ঢাকা-সিলেট রেলপথের উপরে পড়ে যায়।  ফলে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস মনতলা স্টেশনে ৩০ মিনিট সময় ধরে আটকা থাকে। তবে এছাড়া আর কোনো ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেনি।  

গৌর প্রসাদ দাশ বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগ বিধ্বস্ত হওয়া গাছগুলো ৩০ মিনিটের মধ্যেই অপসারণ করে নেয়। পারাবত এক্সপ্রেস ততক্ষণ মনতলায় আটকা ছিল। এরপর ঢাকা-সিলেট রেলপথে স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।