ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দগ্ধদের মধ্যে দশজনের ৯০ শতাংশ পুড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
গাজীপুরে দগ্ধদের মধ্যে দশজনের ৯০ শতাংশ পুড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী দগ্ধদের শারীরিক অবস্থার কথা সাংবাদিকদের জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

ঢাকা: গাজীপুরের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩০ জনের মধ্যে আট থেকে দশজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন৷ এদের প্রত্যেকের ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি৷

বুধবার (১৩ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত রোগীদের দেখতে এসে তিনি এ তথ্য জানান৷

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো ভর্তি হয়েছেন৷ তাদের মধ্যে শিশু আছে সাতজন৷ ভর্তি হওয়া রোগীদের সবার অবস্থাই আশঙ্কাজনক৷ এদের সবার ইনহেলেশন (শ্বাসতন্ত্র) বার্ন আছে৷

তিনি জানান, ভর্তি রোগীদের পাঁচজন আইসিইউতে এবং চারজন এইচডিওতে চিকিৎসাধীন৷ 

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা তার সঙ্গে ছিলেন৷

এর আগে গ্যাস বিস্ফোরণে ৩০ জন দগ্ধদের ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টিটিউটে দ্রুত ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী।  

গাড়ি আসতে দেরি করায় ফার্মগেট বাসা থেকে অ্যাম্বুলেন্সযোগেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

সন্ধ্যার পর পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে দগ্ধদের পর্যবেক্ষণ করেন।

জরুরি বিভাগে এসেই দগ্ধ রোগীদের চিকিৎসার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন তিনি। এ সময় কয়েকজন রোগীর সঙ্গে কথাও বলেন তিনি।

আরও পড়ুন >> গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২৯  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।