ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কনস্টেবল নিয়োগে প্রতারণা রুখতে সাদা পোশাকে মাঠে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
কনস্টেবল নিয়োগে প্রতারণা রুখতে সাদা পোশাকে মাঠে পুলিশ

হবিগঞ্জ: হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় ৩৯৮ জন তরুণ-তরুণী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ৪৫ নম্বরের এ পরীক্ষা নেওয়া হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৩ মার্চ লিখিত পরীক্ষার ফলাফল জানানো হবে। একইদিন নেওয়া হবে উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।

এর আগে ৫২ জন কনস্টেবল নিয়োগ পেতে আবেদন করেছিলেন ২ হাজার ৪০০ জন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে ৩৯৮ জন উত্তীর্ণ হন তারা। এর মধ্যে ৪৭ জন নারী ও বাকিরা পুরুষ।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন জানান, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলাগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে সচেতন করা হয়েছে; কেউ যাতে প্রতারকের ফাঁদে পা না দেন।  

এছাড়া সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোনো তদবির গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন অথবা যেকোনোভাবে প্রতারণার সঙ্গে কেউ জড়িত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।