ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে এলো টিসিবির ৪০০ টন ছোলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
ভারত থেকে এলো টিসিবির ৪০০ টন ছোলা

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির ৪০০ টন ছোলা আমদানি করা হয়েছে।

সোমবার (০৪ মার্চ) বিকেলে এসব ছোলা বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়।

 

এর আগে রোববার (০৩ মার্চ) সন্ধ্যায় ছোলার প্রথম চালান আমদানি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এ ছোলা খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট সিঅ্যান্ডএফ এজেন্ট।  

সিঅ্যান্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী আতিয়ার রহমান হাবু জানান, রমজান মাস উপলক্ষে সরকার চার হাজার টন ছোলা বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ৪০০ টন ছোলা বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। আগামীকাল আরও ৬০০ টন ছোলা বেনাপোল বন্দরে এসে পৌঁছাবে। এছাড়া পরবর্তীতে বাকি ৩০০০ হাজার মেট্রিক টন ছোলা আসবে।  

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারত থেকে ৪০০ টন টিসিবির ছোলা আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এসব ছোলা ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।