ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাঁজাসহ দুই মাদককারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
গাঁজাসহ দুই মাদককারবারি আটক

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা।  

সোমবার (৪ মার্চ) সকালে উপজেলার ইচলাদী টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালানো করা হয়।

আটকরা হলেন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোস্তফা কাজীর ছেলে মেহেদী হাসান (৩০) ও তার সহযোগী মিলন রাড়ি।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদেব হাওলাদার জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, দুপুরে আটক দুজনকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।