ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
কাউখালীতে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩

রাঙামাটি: জেলার কাউখালী উপজেলায় মিনি ট্রাক খাদে পড়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ নিহত শ্রমিকের নাম মঞ্জুরুল আলম (৩০)।

শুক্রবার (০১ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. করিম আকবর।

তিনি বলেন, ট্রাক দুর্ঘটনায় আহত শ্রমিক মঞ্জুরুল আলম শুক্রবার সকালে   চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ রাঙামাটিতে আনা হচ্ছে।

এর আগে একই ঘটনায় মো. আরিফ (২১) এবং মো. সাব্বির (২৩) নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।