ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুরমা নদীতে গোসলে নেমে লাশ হলেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
সুরমা নদীতে গোসলে নেমে লাশ হলেন যুবক প্রতীকী ছবি

সিলেট: বন্ধুদের সঙ্গে সুরমা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ওবায়দুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ  সদর উপজেলার নবীনগর এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুর সুনামগঞ্জের সদর উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। ওবায়দুর রহমান সাঁতার জানতো না বলে জানান তার স্বজনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন দুপুরে বন্ধুদের সঙ্গে সুরমা নদীতে ফুটবল নিয়ে গোসল করতে যায়। গোসল করার এক ফাঁকে ওবায়দুর পানিতে নিখোঁজ হলে সবাই অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিরুপম রায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকে মাতম চলছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।