ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় যুবক

দিনাজপুর: অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও মাদক মামলায় দিদারুল ইসলাম (২৬) নামের এক ভারতীয় যুবককে এক বছর কারাভোগ শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হিলি সীমান্তের মেইন পিলারের কাছে হিলি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এসময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালের আগস্ট মাসে দিনাজপুরের বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্ত এলাকায় দিয়ে বাংলাদেশে মাদক পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাতে আটক হয় দিদারুল ইসলাম।

দিদারুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুর ভীমপুর খারুন এলাকার সামসুল ইসলামের ছেলে।  

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ২০২২ সালের আগস্ট মাসে বিজিবির হাতে আটক হন দিদারুল ইসলাম। আটকের পর তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ও মাদক মামলায় এক বছর সাজা দেন আদালত। সাজার মেয়াদ শেষ হওয়ায় আজ তাকে ভারতে হস্তান্তর করা হলো।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।