ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে আগুনে পুড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
কাশিয়ানীতে আগুনে পুড়ে নারীর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে পুড়ে স্বপ্না দাস (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্বপ্না ওই গ্রামের বাসিন্দা রুপ দাসের স্ত্রী।  

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুপুরের দিকে ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন স্বপ্না। এ সময় ঘরে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়লে ওই নারী পুড়ে মারা যান। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তার আগে ওই নারী ও তার বসতঘরসহ নগদ টাকা এবং মালামাল পুড়ে যায়।  

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।