ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।  

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) ও ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)।

আহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, বনি ও তানভীর মোটরসাইকেলযোগে ধনবাড়ী থেকে মধুপুর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বনি ও তানভীরকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।