ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে সীমানা বিরোধে কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
গৌরীপুরে সীমানা বিরোধে কৃষক খুন

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফাবাদ গ্রামে জমির সীমানা বিরোধের জেরে মো. মজিবুর রহমান (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত মজিবুর রহমান মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় গৌরীপুর থানায় মামলা করেছেন নিহতের ভাতিজা মো. আনোয়ার হোসেন।

এতে হামলাকারী আব্দুল আজিজ দুদুসহ ১২ জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করা হয় বলে বাংলানিউজকে জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়।

তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি জমির সীমানা বিরোধের জেরে মজিবুর রহমানের ওপর হামলা করে প্রতিবেশী আব্দুল আজিজ দুদু ও তার লোকজন। এ ঘটনায় আহত হয় আরও ৫ জন।

পরে আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য কৃষক মজিবুর রহমানকে পাঠানো হয় ঢাকার একটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকার পাঁচদিন মারা যান মজিবর।

নিহতের ছেলে আনোয়ার হোসেন বলেন, হঠাৎ প্রতিবেশী আব্দুল আজিজ দুদু ও তার লোকজন আমাদের ওপর হামলা করে এ ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এদিকে মুজিবুর রহমানের মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সে সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান ওসি সুমন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।