ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভেজাল আইসক্রিম বিক্রির অপরাধে দোকানির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
ভেজাল আইসক্রিম বিক্রির অপরাধে দোকানির জরিমানা

বাগেরহাট: বাগেরহাটে ভেজাল আইসক্রিম ও শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে কাজী ভ্যারাইটিজ স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং মেশানো ও মেয়াদবিহীন ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, কাজী ভ্যারাইটিজ স্টোর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়াই আইসক্রিম ও শিশু খাদ্য বিক্রি করছিলেন।  

এছাড়া ভুয়া নামের ভেজাল আইসক্রিমও ছিল তার দোকানে। তার দোকান থেকে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ও শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে। সেইসঙ্গে ব্যবসায়ী মো. ইলিয়াস কাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।