ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৫৬ অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
বরগুনায় ৫৬ অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৫৬টি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার গাবতলী, তালুকদার বাড়ি ও নকরি খেয়াঘাট এলাকায় বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জালের ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, খামার ব্যবস্থাপক মো. হারুন অর রশীদ, সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীলসহ পুলিশ ও আনসার সদস্যরা।  

পরে ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমানের নির্দেশে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।