ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্র নদের তীরে মিললো যুবকের হাত-মুখ বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
ব্রহ্মপুত্র নদের তীরে মিললো যুবকের হাত-মুখ বাঁধা মরদেহ

ময়মনসিংহ: ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন নদের তীর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, ব্রহ্মপুত্র নদের তীরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে হাঁটতে আসা লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।  

ওই যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে জানিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফেলে রেখে পালিয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই খুনিরা গ্রেপ্তার হবে।  

এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।